১৭দিনের পর চিকিৎসা শেষ করে সুস্থ হয়ে আজ বিকালে বাড়ি ফিরছেন অভিনেতা আলমগীর।
রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে গত ১৭ এপ্রিল কোভিড-১৯-এর দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেন আলমগীর ও রুনা লায়লা এবং আলমগীরের ৩ সন্তান মেহরুবা আহমেদ, আঁখি আলমগীর, তাসবির আহমেদ সহ মোট ১২ জন।
১৮ এপ্রিল সকালে রিপোর্ট হাতে পান, তখন জানতে পারেন আলমগীর করোনা পজিটিভ, রুনা লায়লা করোনা নেগেটিভ। বাসায় রেখে চিকিৎসা করার ইচ্ছা থাকলেও পরে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আলমগীর সাহেবকে রাখা হয়।
এদিকে বাড়ি ফেরার প্রাক্কালে আলমগীর জানালেন, হাসপাতালে তিনি চিকিৎসক রাশেদুল হাসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া আরও কয়েকজন চিকিৎসক সার্বক্ষণিক তাঁর দেখভাল করেছেন। আলমগীর বললেন, ‘সার্বিকভাবে হাসপাতালের চিকিৎসাসেবা, চিকিৎসক, নার্স থেকে শুরু করে সবার আন্তরিকতা ছিল এককথায় অসাধারণ। হোমলি এনভায়রনমেন্টে ছিলাম। আজ সকালে চিকিৎসক এসে জানালেন, আপনি তো পুরোপুরি সুস্থ। এখন বাসায় যেতে পারবেন। বাসায় গিয়ে আমাকে প্রথম কয়েক দিন সাবধানতা মেনে চলার পরামর্শ দিয়েছেন। বাড়ি ফেরার অনুমতি পেয়ে খুব ভালো লাগছে।’