।।সংস্কৃতির মঞ্চ প্রতিবেদন।।
“চিত্কার করে বলুন কারণ আর অপেক্ষা করতে হবে না” এমনি ক্যাপশন রয়েছে রণবীর সিং এর কুইজ শো ‘দ্য বিগ পিকচার্স’-র প্রোমোর। বড় পর্দার পর এবার অভিনেতা রণবীর সিং কে দেখা যাবে ছোট পর্দায়। কুইজ শো ‘দ্য বিগ পিকচার্স’-র সঞ্চালকের ভূমিকা পালন করবেন তিনি।
সম্প্রচারিত কালার্স চ্যানেল ইতিমধ্যেই রণবীর সিংএর কুইজ শো ‘দ্য বিগ পিকচার্স’-র প্রোমো শেয়ার করেছে। এমন অনেক অভিনেতাই আছেন যারা বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায় কাজ করে আসছেন।
রিয়ালেটি শো ‘ডান্স দিওয়ানে’- তে বিচারকের ভূমিকা পালন করে আসছেন মাধুরী দীক্ষিত। আগামী ১০ অক্টোবর শেষ হয়ে যেতে চলেছে এই শো। সেই শো শেষ হয়ে যাওয়ার পর তারই জায়গায় আসতে চলেছে ‘দ্য বিগ পিকচার্স’। জানা গেছে রণবীর সিং নিয়ে আসছেন এক অভিনব কুইজ শো।
বিগ পিকচার্স ১৬ অক্টোবর থেকে প্রতি শনিবার ও রবিবার রাত ৮ টায় সম্প্রচারিত হবে শুধুমাত্র কালার্সে।
এসএ