||বঙ্গকথন প্রতিবেদন||
১২ বছরের বেশি ও ১৮ বছরের কম বয়সীদের ফাইজার আর মডার্নার টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য করোনা প্রতিরোধে ১২ বছর বয়সীদের এই দুই প্রতিষ্ঠানের টিকা প্রয়োগ শুরু করে।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে নার্সিং পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সে সিদ্ধান্ত নেয়া হবে রোববার। শিক্ষার্থীদের সংক্রমণমুক্ত রাখতে সব ব্যবস্থাই নেয়া হবে। এসময় তিনি আরো বলেন, ৮০ ভাগের বেশি মেডিকেল শিক্ষার্থী এরই মধ্যে ভ্যাকসিন পেয়েছেন। টিকা দেয়া হয়েছে শিক্ষকদেরও। কিছু টেকনিক্যাল বিষয় পর্যবেক্ষণের পর ফাইজার ও মডার্নার টিকা দেয়া শুরু হবে ১২ বছরের বেশি বয়সী শিশুদেরও। এছাড়া ডিসেম্বরের মধ্যে দেশে সাড়ে ১৬ কোটি ডোজ ভ্যাকসিন আসবে বলেও জানান মন্ত্রী।
এমএইচ//