যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের সেনারা চলতি বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যেই আফগানিস্তান ছাড়বে বলে ঘোষণা দিতে যাচ্ছেন।
গত বছরের ২৯ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় শান্তি চুক্তি স্বাক্ষরের পর মার্কিন সরকার ঘোষণা দেয়, তালেবান যদি তাদের প্রতিশ্রুতি বজায় রাখে তাহলে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট আফগানিস্তান থেকে পরবর্তী ১৪ মাসের (২০২১ সালের মে) মধ্যে সকল সেনা প্রত্যাহার করে নেবে।
চুক্তির আওতায় আরও ছিল, তালেবানরা তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে আল কায়দাকে কর্মকাণ্ড চালাতে দেবে না এবং জাতীয় শান্তি প্রক্রিয়ার ব্যাপারে আলোচনায় বসবে।
তবে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিলে ট্রাম্প প্রশাসন ও তালেবানের মধ্যে হওয়া গত বছরের চুক্তি অমান্য করা হবে বলে সূত্র জানিয়েছে। সেই সঙ্গে তালেবানের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে যে, আড়াই হাজার সেনা প্রত্যাহার করা কঠিন ও অনিরাপদ হতে পারে।