১০০ মিলিয়ন ভিউয় করলো সালমান-দিশার গান

0 165

চলতি বছর ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাচ্ছে সালমান-দিশার নতুন সিনেমা ‘রাধে : দ্য মোস্ট ওয়ান্টেড ভাই’। তবে সিনেমাটি মুক্তির আগেই এর গান ‘সিটি মার’ তৈরি করল নতুন মাইলফলক।

বলিউডের মুক্তিপ্রাপ্ত গানগুলোর মধ্যে সবথেকে দ্রুত ১০০ মিলিয়ন ইউটিউব ভিউয়ের নতুন রেকর্ড সৃষ্টি করেছে গানটি।

ম্প্রতি এসকে ফিল্মস তাদের এক টুইট বার্তায় জানায়, ‘#সিটি মার অবশেষে সব থেকে দ্রুত ১০০ মিলিয়ন ইউটিউব ভিউয়ের নতুন রেকর্ড সৃষ্টি করতে সমর্থ হয়েছে।

গানটি নতুন এই রেকর্ড সৃষ্টি করতে সময় নিয়েছে ১০ দিন। এর আগে এই রেকর্ডটি ছিল রণভীর সিং এবং সারা আলি খানের ‘আঁখ। মারে’ গানটিতে। ‘সিম্বা’ সিনেমার গানটি মাত্র ১১ দিনে এই রেকর্ড সৃষ্টি করেছিলো। এরপর নোরা ফাতেহির দিলবার ১০০ মিলন রেকর্ড করতে সময় নিয়েছিল ১২ দিন।

ইউটিউবে গ্লোবালি প্রথম স্থান অধিকার করা এবং টুইট ট্রেন্ডিংয়েও প্রথমে চলে গিয়েছিল তারা। সিটি মার গানটিতে সংগীত সংযোজনের কাজ করেছেন দেভি শ্রী প্রসাদ। কোরিওগ্রাফার হিসেবে ছিলেন শেখ জনি বাসা।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More