।।রাজকথন প্রতিবেদন।।
হঠাৎ করেই ইসলামি মৌলবাদীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বক্তব্য প্রদান করলেন নূরুল হক নূরু। আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সমর্থকরা ‘প্রকৃত মুসলমান নয়’ বলে মন্তব্য করেন সাবেক এই ডাকসুর ভিপি। এ সময় তিনি আরো বলেন, ‘প্রকৃত কোন মুসলাম আওয়ামী লীগ করতে পারে না।’ মুসলিমদের ইবাদতের মাস রমজানের প্রথম দিন ১৪ এপ্রিল ফেসবুক লাইভে এসে নূর এ সকল মন্তব্য করে। নিজে ব্যক্তিগত জীবনে কিভাবে ইসলাম চর্চা করে সে সম্পর্ক কোন বর্ণনা না দিয়ে নূরু বলেন, ‘তারা (আওয়ামী লীগ) মুসলমান না। তাদের কোন বিশ্বাস নেই। একটু খোঁজ নিয়ে দেখেন তাদের কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা।’ নিজেকে শরিয়াহ আইনের ধারক মনে করা নূরু বলেন, ‘তারা (আওয়ামী লীগ) শরিয়াহ এবং সুন্নাহ অনুসারে নিজেদের জীবনযাপন করছে না।’
তার এই ভাষার সঙ্গে হেফাজতের বক্তব্যের মিল রয়েছে যারা শরিয়াহ আইন অনুসারে দেশ পরিচালনার জন্য আন্দোলন করে যাচ্ছে। ব্যক্তিগত ধারণা প্রসূত ও বিদ্বেষে ভরা বক্তব্যে নূরু আরো বলেন, ‘তারা (আওয়ামী লীগ) সপ্তাহে একদিন নামাজ পড়ে, কিন্তু কখনো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না। তারা ঘুষ নেয়, চাঁদাবাজি করে, মাদক চোরাচালান করে এবং টেন্ডার ব্যবসা করে।’
এসএফ