||উপজেলা প্রতিবেদক, আদমদীঘি (বগুড়া)||
বগুড়ার আদমদীঘিতে সড়কে বিকল হয়ে উল্টে পড়ে থাকা আলুবোঝাই ট্রাকের যন্ত্রাংশ চুরির সময় জাহিদ হোসেন (২২) নামের যু্বককে আটক করা হয়েছে। জাহিদ উপজেলার সান্তাহার পুরাতন জয়পুরহাট বাসস্ট্যান্ড এলাকার আসাদুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার দুপুরে থানায় চুরি সংক্রান্ত একটি মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক এলাকার একটি হিমাগার থেকে ট্রাকটি আলুবোঝাই করে নওগাঁর দিকে যাচ্ছিলো। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সান্তাহার-ছাতিয়ানগ্রাম সড়কের বাগবাড়ী এলাকায় গর্তে চাকা পড়ে ট্রাকটি বিকল হয়ে যায়। রাতে সারানোর কোনো উপায় না পেয়ে চালক লিটন ও তার সহকারী সাগর গাড়ির ছাদে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ট্রাকের ইঞ্জিন থেকে যন্ত্রাংশ খুলে নেয়ার শব্দে তারা জেগে সেখানে কয়েকজনের উপস্থিতি টের পান। ট্রাক কর্মচারিদের দেখে দুজন সটকে পড়লেও জাহিদ হোসেনকে আটক করেন মিলন ও সাগর। সকালে পুলিশ জাহিদকে আটক করে থানায় নিয়ে যায়।
এফএস//এমএইচ