।। উপজেলা প্রতিবেদক শিবগঞ্জ(বগুড়া)।।
বগুড়ার শিবগঞ্জে পরিবারের কাছ থেকে স্মার্টফোন চেয়ে না পেয়ে পরিবারের ওপর অভিমান করে আখিরুল ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। রোববার বিকেলে শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আলাদিপুর এরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আখিরুল ওই এলাকার কৃষক নুর আলম আনছারির ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত আখিরুল বন্ধুদের স্মার্টফোনে ফ্রি-ফায়ার গেমস খেলা দেখে স্মার্টফোনের প্রতি আসক্ত হয়। পরে তার মা, বোন ও বড় ভাইয়ের কাছে ফ্রি-ফায়ার গেমস খেলার জন্য স্মার্টফোন কেনার বায়না ধরে। তার পরিবার মোবাইল ফোন কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। পরে মোবাইল না পেয়ে সে অগোচরে বাড়ির পাশের মাটেল পাথার নামক স্থানের কলাবাগানের ঘরের চালার বাঁশের সঙ্গে গলায় গামছা জড়িয়ে আত্মহত্যা করে। নিহত আখিরুলের বড় ভাই রবিউল ইসলাম বলেন, আখিরুল অত্যন্ত জেদি প্রকৃতির ছিল। কিছুদিন ধরে সে মোবাইল কিনে দেওয়ার বায়না ধরে। রোববার সকালে নাস্তার সময় তাকে কয়েকদিন পর মোবাইল কিনে দেওয়ার কথা বলি। কিন্তু সে ওইদিন আত্মহত্যা করে। রাতে এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এসএফ