||বঙ্গকথন প্রতিবেদন||
শুধু বসতভিটা নয়, স্বামীর সব সম্পত্তিতে ভাগ পাবেন হিন্দু বিধবা নারীরা-এমন রায় পূর্ণাঙ্গভাবে প্রকাশ করেছেন হাইকোর্ট। হিন্দু নারীদের সম্পত্তির অংশ প্রাপ্তির ক্ষেত্রে ১৯৩৭ সালের ‘হিন্দু উইমেন রাইটস টু প্রোপার্টি অ্যাক্ট’ বাংলাদেশে প্রযোজ্য হয়।
মঙ্গলবার (১২ অক্টোবর) রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছেন হাইকোর্ট। এর আগে বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ গত সেপ্টেম্বরে ২২ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেন। রায়ে বলা হয়, আইনে কোনো সুনির্দিষ্ট সম্পত্তির কথা নেই। সম্পত্তি শব্দের অর্থ সব সম্পত্তি, যেখানে স্থাবর বা অস্থাবর, বসতভিটা, কৃষিভূমি, নগদ টাকা বা অন্য কোনো ধরনের সম্পত্তি। কৃষিজমি ও বসতভিটার মধ্যে পার্থক্য করার সুযোগ নেই এবং এ ধরনের সম্পত্তি বিধবার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়।
গত বছরের ২ সেপ্টেম্বর খুলনার এক হিন্দু পরিবারের সম্পত্তি নিয়ে করা আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন। এমএইচ//