||সংস্কৃতির মঞ্চ প্রতিবেদন||
কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো আলম খ্যাত আশরাফুল আলমের ‘বিবাহ বিচ্ছেদ’ নিয়ে আলোচনা চলছিলো। অনেকেই বলছিলেন তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে গেছে। তবে বৃহস্পতিবার ফেসবুকে নিজেদের দ্বিতীয় বিয়ে বার্ষিকীতে একটি পোস্ট করে আলোচনার জবাব দিয়েছেন হিরো আলম।
নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া ওই পোস্টে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকী উল্লেখ করে আলম লেখেন, ‘ও শুধু আমার লাইফ পার্টনার না, ও আমার এই জীবনে চলার পথে সাথী। অনেকেই বলে আমাদের নাকি ছাড়াছাড়ি হয়েছে, এটা পুরোটাই মিথ্যা গুজব। আমরা কি কখনও ফেসবুকে বলেছি আমাদের ছাড়াছাড়ি হয়েছে?’ সবাইক গুজবে কান না দিয়ে সত্যটা যাচাই করার পরামর্শ দেন আলম। স্ত্রীর সাথে জুটি বেঁধে অনেক নাটক, গান ও সিনেমা উপহার দিয়েছেন বলেও ওই পোস্টে উল্লেখ করেন বগুড়ার এরুলিয়া এলাকার বাসিন্দা হিরো আলম।
এমএইচ//