||বিদেশ-বিভূঁই প্রতিবেদন||
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাংলাদেশিসহ ৭ জন। ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র বলে দাবি করছে সৌদি সরকার। শুক্রবার বিষয়টি জানিয়েছে সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল-হাম্মাদের বরাত দিয়ে ২৪ ডিসেম্বর সৌদি প্রেস এজেন্সি হতাহতের এ তথ্য নিশ্চিত করে।
খবরে বলা হয়, হুথিদের ছোড়া রকেট হামলায় ইয়েমেনের সীমান্তবর্তী জিজান প্রদেশের একাধিক বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নিহত দুজনের একজন সৌদি নাগরিক অপরজন ইয়েমেনের। অন্যদিকে আহতদের মধ্যে পাঁচ জন সৌদি নাগরিক এবং বাকি একজন বাংলাদেশি বলে জানিয়েছে সৌদি গণমাধ্যম।
হামলার পরপরই ইয়েমেনে হুথি যোদ্ধাদের ওপর হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এছাড়া হুথিদের এ হামলার জবাবে ভবিষ্যতে তাদের লক্ষ্যবস্তুতে আক্রমণ আরো বাড়ানোর ঘোষণাও দিয়েছে জোটটি।
প্রসঙ্গত, ২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় দেশটির ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে আশ্রয় নিতে বাধ্য হন ক্ষমতাচ্যুত হাদি। হুথির ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।
এসএ//এফএস