||বঙ্গকথন প্রতিবেদন||
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী ও ‘র্যাব সেবা সপ্তাহ’ উপলক্ষে বগুড়ার বনানী এলাকায় তালহা ক্বওমিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় স্থানীয় ৪টি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাদ্য বিতরণ করেছে র্যাব-১২’র বগুড়া ক্যাম্প।

র্যাব-১২’র বগুড়া স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার স্বজল কুমার সরকার জানান, সন্ত্রাস, মাদক ও জঙ্গি দমনের পাশাপাশি অসহায়, দুঃস্থ, আর্তমানবতার সেবায়ও অগ্রণী ভূমিকা রাখে র্যাব। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শনিবার দুপুরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও র্যাব সেবা সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে এতিম শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। উক্ত কর্মসূচিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্য দোয়া মাহফিল ও তার রুহের মাগফেরাত কামনা করা হয়।
এমএইচ//