||উপজেলা প্রতিবেদক, কাহালু (বগুড়া)||
বগুড়া-নওগাঁ সড়কের দরগাহাট এলাকায় নির্মাণাধীন সেতুতে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। এসময় প্রাণ গেছে এক যাত্রীর। আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
কাহালু থানার এস আই মুকুল চন্দ্র জানান, বগুড়া থেকে ফুলদিঘীগামী সাকিব পরিবহণের বাসটি দরগাহাট এলাকায় পৌঁছানোর পর আকস্মিক সড়কে নির্মাণাধীন একটি সেতুতে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই প্রাণ হারান জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বানিয়াচাপর গ্রামের আফজাল হোসেনের স্ত্রী ফাহিমা বেগম (৪০)। এছাড়া দুর্ঘটনায় বাসে থাকা আহত অন্তত ১০ জন যাত্রীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা//এমএইচ