||সংস্কৃতির মঞ্চ প্রতিবেদন||
কলকাতার রানাঘাট স্টেশনে গান গয়ে ভিক্ষা করতেন রানু মণ্ডল। বছর কয়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে রাতারাতি তারকা বনে যান তিনি। তবে ধীরে ধীরে নানান সমালোচনা আর কিছু কর্মকাণ্ডে আবারো আগের অবস্থায় ফিরে যান রানু। এবার রানুর হঠাৎ তারকা বনে যাওয়া, এরপর ফের আগের জীবনে ফিরে যাবার নানান ঘটনা নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক হৃষিকেশ মণ্ডল।

কলকাতার রানাঘাট স্টেশনে গান গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যান রানু মণ্ডল। এরপর সবকিছু স্বপ্নের মত ঘটে যেতে থাকে রানুর জীবনে। রানা ঘাট থেকে পাড়ি জমিয়েছিলেন বলিউডেও। পরিচালক হিমেশ রেশমিয়ার সাথে হিন্দি ছবিতেও প্লে ব্যাক করেন তিনি। তারপর ধীরে ধীরে নানারকম সমালোচনা আর রানুর কর্মকাণ্ডের জন্য আবারও রানুর জীবনে ঘটতে থাকে পতন। আবারো রানু ফিরে আসেন নিজের শহর রানাঘাটে। তারপর খবরের আড়ালে চলে যান রানু মন্ডল।
রানুর জীবনে ঘটে যাওয়া এমন নাটকীয় গল্পগুলো থাকছে নির্মিতব্য হিন্দিভাষার এই ছবিতে। ছবির নাম রাখা হয়েছে মিস রানু মারিয়া’। পরিচালক হৃষিকেশ মণ্ডল জানিয়েছেন, এক বছর ধরে রানু মণ্ডলকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছেন তিনি। আশা করছেন নভেম্বর থেকে তিনি ছবির শুটিং শুরু করতে পারবেন। ছবিতে রানুর ভূমিকায় অভিনয় করবেন ঈশিকা দে। ছবিতে অনেক গান থাকবে। তবে সেসব গানে রানু মণ্ডলের কণ্ঠ থাকবে কী না তা এখনো স্পষ্ট করেন নি পরিচালক। বর্তমানে রানু মন্ডল রানাঘাট এলাকায় নিজের বাড়িতেই থাকছেন। স্থানীয় কিছু মানুষ ও ক্লাবের সহযোগিতায় চলছে তার জীবন।
এসবি//এমএইচ//