সুদের টাকার জন্য একে একে পাঁচজনকে ছুরিকাঘাত

0 389

।।জেলা প্রতিবেদক সিরাজগঞ্জ।।

সিরাজগঞ্জ সদর থানার পাশের মিলনমোড় এলাকায় পাঁচজনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। রোববার ১১ এপ্রিল রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শহরের ভাঙ্গাবাড়ি মহল্লার মিলন মোড় এলাকার মো. আওয়াল হোসেনের ছেলে সজীব (২২), আলম হোসেনের ছেলে মিলন (২৩), রঞ্জু আহমেদের ছেলে সংগ্রাম (২৩), মৃত শাহজামালের ছেলে রাজু (২৮) ও মৃত মোসলেম উদ্দিনের ছেলে হৃদয় (১৮)। আশঙ্কাজনক অবস্থায় সজীব ও মিলন নামের ওই দু’জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৩ জন সিরাজগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহত রাজু আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান, রাত ৯টার দিকে খান সাহেবের মাঠ এলাকায় বসবাসরত মৃত শহীদুল ইসলামের ছেলে শোভন (৩৪) ও জুবলীবাগান এলাকার সেলিমের ছেলে দিলসহ আরও কয়েকজন এসে মিলনের কাছে শোভনের দেয়া সুদের টাকা দাবি করেন। এ সময় রঞ্জুসহ আহতরা শোভনকে ক্লাবে বসে এটা মেটানো যাবে বলা মাত্রই শোভন তার কাছে থাকা চাইনিজ চাকু দিয়ে প্রথমে মিলনের পেটে ছুরিকাঘাত করেন। পরে ক্রমান্বয়ে সজীব, রাজু, হৃদয় ও সংগ্রামকেও ছুরিকাঘাত করেন। শোভন এলাকার চিহ্নিত সুদ ও মাদক ব্যাবসায়ী বলেও জানান রাজু। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. রোকনুজ্জামান বলেন, রাত ৯টার দিকে ৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। সবাই ছুরিকাঘাতে আহত। এদের মধ্যে ৩ জন এখানে চিকিৎসাধীন আছেন ও দুজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া পাঠানো হয়েছে।

এসএফ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More