||বঙ্গকথন প্রতিবেদন||

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চ চলন্ত অবস্থায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। এখনো চলছে উদ্ধার অভিযান।
গত রাত ৩ টায় সুগন্ধা নদীর গাবখান ধানসিঁড়ি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী ঐ লঞ্চের ইঞ্জিন রুমে আগুন লাগলে মুহুর্তেই তা ছড়িয়ে পরে পুরো লঞ্চে। আতঙ্কে ছুটোছুটি করা অনেক মানুষ নদীতে ঝাঁপিয়ে পরেন অনেকেই পুড়ে ভস্ম হয়েছেন। এখন পর্যন্ত দগ্ধ শতাধিক মানুষকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়েছে।
কয়েক ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার অভিযান এখনো চলছে।
এসএ//আরজে