||বঙ্গকথন প্রতিবেদন||
ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরার আওতায় এলো বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার গুরুত্বপূর্ণ ৮ মোড়। মঙ্গলবার বিকেলে শহরের ব্যস্ততম এই এলাকার নূর মসজিরের রাস্তায় তিনটি, জেলখানা মোড়ে দুটি এবং সৈয়দা তহুরুন্নেসা মহিলা ক্লাবের আশেপাশে তিনটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়।
জলেশ্বরীতলা উন্নয়ন কমিটি এবং কমিউনিটি পুলিশিং শহর কমিটি জলেশ্বরীতলা এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের এই উদ্যোগ শুরু নিয়েছে। পর্যায়ক্রমে এই এলাকার সব গুরুত্বপূর্ণ মোড়ে ক্যামেরা স্থাপনের পরিকল্পনাও রয়েছে তাদের। বিকেলে জলেশ্বরীতলা উন্নয়ন কমিটির কার্যালয়ে উদ্বোধনী আয়োজনে বগুড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট রেজাউল করিম মন্টুর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র-২ আলহাজ্ব শেখ, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু, বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তাজমিলুর রহমান, নূর মসজিদের সভাপতি ডা: মামুনুর রশিদ মিঠু, জলেশ্বরীতলা উন্নয়ন কমিটির সভাপতি এ্যাডোনিস বাবু তালুকদার ও সাধারণ সম্পাদক শাহরিয়ার মোর্শেদ আশিক।
এমএইচ//