||বঙ্গকথন প্রতিবেদন||
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিককে ৬৫ হাজার ৩১২ ভোটে পরাজিত করেছেন তিনি।
স্থানীয় নির্বাচন কার্যালয় জানিয়েছে, এই আসনে ৯০ হাজার ৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক পেয়েছেন ২৪ হাজার ৭৫২ ভোট।
এই বিজয়ে খুশী হাবিবুর রহমান হাবিব। তিনি জানিয়েছেন, নির্বাচনী এলাকার উন্নয়নে তিনি অতীতের মতো কর্মকাণ্ড অব্যাহত রাখবেন। শনিবার সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর তার মৃত্যুর পর এখানে উপ নির্বাচন অনুষ্ঠিত হলো।
এমএইচ//