।। জেলা প্রতিবেদক সিরাজগঞ্জ ।।
সিরাজগঞ্জে পৃথক অভিযানে গাঁজা-দেশীয় মদসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার ১০ জুন সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মি. জন রানা। আটকরা হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ী থানার কালাবাগান এলাকার পশ্চিম ফুলমতি গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে মো. হাফিজুর রহমান (৩৮) ও তার স্ত্রী মোছা. রহিমা বেগম (৩৩), সিরাজগঞ্জের সদর উপজেলার দক্ষিণপাড়া কান্দাপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মণ্ডলের ছেলে মো. ভূট্টু মিয়া (৪২) ও কামারখন্দের পাইকোষা গ্রামের মৃত রুস্তম আলী সরকারের ছেলে মো. আব্দুস সামাদ (৫৬)।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বুধবার ৯ জুন সন্ধ্যায় কামারখন্দ থানাধীন চর ঝাঐল পশ্চিমপাড়া এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫০০ গ্রাম গাঁজাসহ হাফিজুর রহমান ও তার স্ত্রী রহিমা বেগমকে আটক করা হয়। তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও গাঁজা বিক্রয়ের নগদ দুই লাখ ত্রিশ হাজার টাকা জব্দ করা হয়। তাদের আলামতসহ কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে। একইদিন বিকেলে তাড়াশের নিমগাছি ভিকমপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮ লিটার দেশীয় চোলাই মদসহ ভুট্টু মিয়া ও আব্দুস সামাদকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। তাদের জব্দকৃত আলামতসহ তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএফ