।। জেলা প্রতিবেদক সিরাজগঞ্জ ।।
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় আশরাফুল ইসলাম নামে এক ভ্যান চালক মারা গেছেন। আজ বুধবার ভোর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আশরাফুল সলঙ্গা থানার আমডাঙ্গা দক্ষিণপাড়া গ্রামের চান্দু শেখের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, ভোর রাতে আশরাফুল সড়ক পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএফ