।। গণমাধ্যম প্রতিবেদন।।
প্রখ্যাত সাংবাদিক দৈনিক যুগান্তরের ফিচার এডিটর শিশুসাহিত্যিক, ছড়াকার, শিশু সংগঠন চাঁদের হাটের প্রতিষ্ঠাতা ও নাট্যকার রফিকুল হক দাদুভাই মারা গেছেন। রোববার ১০ অক্টোবর বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর মুগদার নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
তিনি বাধ্যর্কজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর। রোববার বাদ আসর যমুনা ফিউচার পার্ক জামে মসজিদে তার জানাজা পড়াবেন ইমাম ও খতিব মুফতি ইয়াকুব শরীফ। জানাজা শেষে তার মরদেহে শ্রদ্ধা জানাবে যুগান্তর পরিবার। এরপর যুগান্তর কার্যালয় থেকে তার মরদেহ নেওয়া হবে রাজধানীর বাসাবো মহাসড়ক জামে মসজিদে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
রফিকুল হক দাদুভাই বাংলা শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০০৯ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। এছাড়া বাংলাদেশ শিশু একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, চন্দ্রাবতী একাডেমি পুরস্কার, নিখিল ভারত শিশুসাহিত্য পুরস্কারসহ দেশে ও দেশের বাইরে বিভিন্ন পুরস্কার লাভ করেন। সাহিত্যিক হিসেবে জনপ্রিয় দাদুভাইয়ের প্রকাশিত বইয়ের সংখ্যা ৭টি। নানা গুণে গুণান্বিত রফিকুল হকের জন্ম ১৯৩৭ সালে রংপুর শহরের কামালকাচনায়।
জেটি//এমএইচ