সালমান শাহ্ বিহীন ২৫ বছরে বাংলা চলচ্চিত্র

0 145

আজ অমর নায়ক সালমান শাহ’র চলে যাওয়ার ২৫ বছর পূর্ণ হলো । ১৯৯৬ সালের আজকের দিনে ( ৬ সেপ্টেম্বর) রহস্যজনকভাবে নিহত হন সকলের প্রিয় নায়ক সালমান শাহ। ভক্তদের কাঁদিয়ে চিরদিনের জন্য লোকান্তরিত হন তিনি।

১৯৭০ সালের ২৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরীর বড় ছেলে ছিলেন তিনি। প্রিয় নায়ক সালমান শাহের মৃত্যুকে আজও মেনে নিতে পারেন না তার ভক্তরা।

যেদিন তিনি মারা যান সেদিন তার মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছিল। অনেক ভক্ত আত্মহত্যার  পথও বেছে নিয়েছিল । প্রতিবছর সালমান ভক্তরা ছুটে যান তার কবরে, শ্রদ্ধা আর ভালোবাসা জানান চোখের জল ফেলে।

সালমান শাহ তার চলচ্চিত্র জীবনের চার বছরে ২৭টি ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন। তার অভিনয়, সংলাপ স্টাইল; মনোমুগ্ধ হয়ে উপভোগ করতো দর্শক। তরুণরা তার প্রতিটি স্টাইলকে ফলো করতো। সেই সময়ের কথাগুলো মনে হলে অজান্তে চোখে জল আসে সালমান ভক্তদের ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More