|| উপজেলা প্রতিবেদক,সারিয়াকান্দি, বগুড়া ||
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় নাজমুল হক (১৫) নামে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাজমুল উপজেলার কুতুবপুর ইউনিয়নের কাজলা গ্রামের রুবেল আকন্দের ছেলে এবং কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
বৃহস্পতিবার দুপুরে নাজমুলের দাদা তাকে বাড়িতে রেখে ঘাস কাটতে জমিতে যায়। পরে ফিরে এসে তিনি নাজমুলকে নিজ ঘরের বাঁশের তীরের সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। জেটি//এফএস