||উপজেলা প্রতিবেদক, সারিয়াকান্দি (বগুড়া)||
বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায় নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা করেছে স্থানীয় বণিক সমবায় সমিতি লিমিটেড। শুক্রবার রাতে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি ও ক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সদস্য সাহাদারা মান্নান। সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জহুরুল ইসলাম বাদশার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মুহম্মদ মুনজিল আলী সরকার। বক্তব্য দেন সাখাওয়াত হোসেন সজল, মেয়র পদপ্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মমতাজুর রহমান মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশীদ ফারাজী, ব্যবসায়ী মোজাহার আলী সরদার, কাউন্সিলর মামুন এবং বণিক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন।
বক্তারা সারিয়াকান্দি পৌর এলাকার উন্নয়নের লক্ষ্যে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে ব্যবসায়ীদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
উপজেলা//এমএইচ