||উপজেলা প্রতিবেদক, সারিয়াকান্দি, বগুড়া||
‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (১ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, সনদপত্র, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সারওয়ার আলমের সঞ্চালনায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, নারী ভাইস চেয়ারম্যান শাহিনূর বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজুর রহমান মণ্ডল, জেসমিন আক্তার ও বায়েজিদ হোসেন।
জেটি// এমএইচ