।।বঙ্গকথন প্রতিবেদন।।
উত্তর আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে, যা শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের রূপ পেতে পারে এবং আগামী সপ্তাহে ভারতের ওড়িশা-পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে পৌঁছাতে পারে। আগামী ২৬ মে নাগাদ ওড়িশা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বৃহস্পতিবার গলমাধ্যমে বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আন্দামান সাগরের ওই এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ২৬ মের দিকে বাংলাদেশ উপকূলের কাছাকাছি বা উপকূলে আঘাত করার শঙ্কা রয়েছে। তিনি জানান, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর এর নাম দেওয়া হবে। বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের তালিকা অনুযায়ী তখন এ ঘূর্ণিঝড়র নাম হবে ‘ইয়াস’। এসকাপে এ নামটি প্রস্তাব করেছে ওমান। ফার্সি থেকে আসা ইয়াস শব্দ দিয়ে জেসমিন বা জুঁই ফুল বোঝায়। গেল বছর মে মাসে বাংলাদেশে যে ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল, তার নাম ছিল ‘আম্ফান’।
এসএফ