সোশ্যাল মিডিয়ায় তারকা প্রার্থী এবং তারকা প্রচারকদের ফোন নম্বর ফাঁস করা হচ্ছিল গত কয়েক দিন ধরে। এবার ফেসবুকে খারাপ মন্তব্য সহ পোস্ট করা হয় শ্রীলেখা মিত্রর ফোন নাম্বার।
সুজন সেন নামের একজনের প্রশ্ন ‘ওর রেট টা কী চলছে…একজনের সঙ্গে কতো? দুজনের সঙ্গে কতো?’ কুরুচিকর এই পোস্টটির একটি স্ক্রিনশট নিয়ে নিজের প্রোফাইলে পোস্ট করেন শ্রীলেখা। সঙ্গে ওই নেটিজেনের রাজনৈতিক অবস্থান নিয়েও কড়া সমালোচনা করেন শ্রীলেখা। জানান, সাইবার ক্রাইম দপ্তরকে ইতোমধ্যেই জানিয়েছেন তিনি।
সকালের ওই নেটিজেনের পোস্টে লেখা রয়েছে, ‘ভাত চাই? শ্রীলেখা মাসিকে কল করুন’। তারপরেই অভিনেতার সম্পর্কে কুৎসিত কথাবার্তা লেখা হয়। শ্রীলেখা তাঁর পোস্টে ওই নেটিজেনকে ‘বোনপো’ সম্বোধন করেন। তারপর লেখেন, শুধু ভাত কেন? কভিড সংক্রান্ত যে কোনও প্রয়োজনে তিনি তাঁর সাধ্য মতো সাহায্য করবেন।
পোস্টের শেষে অভিনেতা জানতে চান, ওই নেটিজেন কোন দলের সমর্থক। শ্রীলেখা লেখেন, ‘তুমি তৃণমূল না বিজেপি? মানে বোঝার চেষ্টা করছি কার দ্বারা অনুপ্রাণিত হয়ে এই ভাষায় আমার সম্পর্কে লিখলে’? সেই পোস্টেই কলকাতা পুলিশ ও সাইবার সেলকে উল্লেখ করে পোস্টটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান শ্রীলেখা।