সরকার চাইলে নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় জাতিসংঘ

0 195

||বঙ্গকথন প্রতিবেদন||

বাংলাদেশ সরকার চাইলে আগামী জাতীয় নির্বাচন প্রক্রিয়ায় জাতিসংঘ সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংস্থাটির আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। রোববার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে মিয়া সেপ্পো এ কথা বলেন। বাংলাদেশের আগামী নির্বাচনেও অন্যান্য বারের মত জাতিসংঘ ও অন্যান্য দূতাবাসের তৎপরতা বাড়তে পারে বলে মনে করেন তিনি।

মিয়া সেপ্পো আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পর্যালোচনা ও এর অপব্যবহার বন্ধে আইন মন্ত্রণালয়ের সাথে জাতিসংঘ আলোচনা চালাচ্ছে বলেও জানান তিনি। প্রশ্নোত্তর পর্বে মিয়া সেপ্পো আরও বলেন, নিরাপত্তা পরিষদের সদস্যরা একমত হতে না পারায় রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধান হচ্ছে না। তার মতে, রোহিঙ্গা ইস্যুকে বিশ্ব সম্প্রদায়ের নজরে রাখা বাংলাদেশের দায়িত্ব। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডিকাব প্রেসিডেন্ট পান্থ রহমান ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন।

এমএইচ//

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More