জহির রায়হানের হাত ধরে রুপালি পর্দায় পা রাখেন জনপ্রিয় অভিনেত্রী ববিতা। কিন্তু সত্যজিৎ রায়কে গুরু মানতেন তিনি।
সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ ছবির মাধ্যমে প্রখ্যাত নির্মাতা ও চলচ্চিত্রকারের সঙ্গে চিত্রনায়িকা ববিতার গড়ে ওঠে এক মধুর সম্পর্ক।ববিতা ১৯৭৩ সালে ২৩তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে গোল্ডেন বীয়ার জয়ী সত্যজিৎ রায়ের অশনি সংকেত চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন।আর্ন্তজাতিক ভাবে পরিচিতি লাভ করেন তিনি।
সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, গত ২ মে সত্যজিৎ রায়ের শততম জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে লেখা একটি বই হাতে প্রিয় নির্মাতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছেন ববিতা।