।। জেলা প্রতিবেদক নাটোর।।
নাটোর শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপ্লব হোসেন (৩৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বেলা ১১টার দিকে শহরের আলাইপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিপ্লব হোসেন শহরের আলাইপুর এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিপ্লব আজ বেলা ১১টার দিকে সজনা পাড়ার জন্য ছাদে ওঠেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের স্পর্শে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন দ্রুত তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এভাবে অকালমৃত্যু খুবই দুঃখজনক।
এসএফ