করোনার টিকা সঙ্কট কাটাতে এবার দেশের বাইরে টিকা উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের সিরাম ইনস্টিটিউট। শুক্রবার (৩০ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা আদার পুনাওয়ালা।
তিনি জানিয়েছেন, দেশজুড়ে চাহিদা অনুযায়ী টিকার জোগান দিতে হিমশিম খাচ্ছেন তারা। টিকার উৎপাদন বাড়ানো প্রয়োজন। ফলে দেশের বাইরে টিকা উৎপাদনের চিন্তা করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই সিরামের পক্ষ থেকে এ বিষয়ে ঘোষণা দেয়া হবে।
এর আগে গত সপ্তাহে সিরাম নির্বাহী আদার পুনাওয়ালা বলেছিলেন, জুলাইয়ের মধ্যে মাসে ১০ কোটি ডোজ উৎপাদন করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন তারা। আগামী ৬ মাসের মধ্যে বার্ষিক উৎপাদন মাত্রা ২৫ কোটি থেকে ৩০ কোটি করার লক্ষ্যমাত্রা নিয়েছে সিরাম।
আজ শনিবার থেকে দেশজুড়ে তৃতীয় পর্যায়ে ১৮ বছরের বেশি বয়সীদের টিকাদান শুরু হচ্ছে। তবে কেন্দ্র থেকে ঘোষণার পরেও একাধিক রাজ্য আজ থেকে টিকাদান শুরু করতে পারছে না। কারণ পর্যাপ্ত টিকা এখনও পর্যন্ত তাদের কাছে নেই। এই কারণেই টিকার উৎপাদন বাড়ানো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।