|| বঙ্গকথন প্রতিবেদন ||
রাষ্ট্রপতির পক্ষ থেকে সংলাপে যাওয়ার আমন্ত্রণ পায়নি বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার এ কথা বলেন।
তবে আমন্ত্রণপত্র পেলে নির্বাচনী ইস্যু নিয়ে সংলাপে বসবে কি না তা দলের সাথে আলোচনা করে জানানো হবে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে সোমবার নির্বাচন কমিশন গঠন নিয়ে জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টির সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপ দিয়ে শুরু হয়েছে এ কর্মসূচি। সোমবার বিকেলে বঙ্গভবনে এ নিয়ে আলোচনা হয়।
সূচি অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত অন্যান্য রাজনৈতিক দল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেবে। প্রসঙ্গত, কেএম নুরুল হুদার নেতৃত্বে বর্তমান ইসির মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হবে। সংবিধান অনুযায়ী এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন। ওই কমিশনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেটি//এফএস