বিদ্যাপীঠ প্রতিবেদন
’সংক্ষিপ্ত সিলেবাস আরো সংক্ষিপ্ত করার জন্য কেউ আন্দোলন করলে সেটা আমলে নেয়া হবে না। তার চাইতে ক্লাসে পাঠদানের প্রতি মনোযোগী হতে হবে।’ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠান শেষে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। সিলেবাস আরো সংক্ষিপ্ত করার কথা সরকার ভাবছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ’করোনা পরিস্থিতির কারণে চলতি বছর ও আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। সেই সিলেবাস শেষ করে পরীক্ষার আয়োজন করা হবে।’
শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন একজন সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও দুর্নীতি নিয়ে সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে। মন্ত্রী বলেন, ’টিআইবির প্রতিবেদন বিষয়ে আমরা পর্যবেক্ষণ করছি। খুব অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে।’
প্রসঙ্গত, ২৯ সেপ্টেম্বর প্রকাশিত টিআইবির প্রতিবেদেনে বলা হয়, সাড়ে তিন লাখ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত ‘লেনদেন’ হয়ে থাকে মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে। এছাড়া শিক্ষক এমপিওভুক্তিতে ৫ হাজার থেকে ১ লাখ টাকা এবং শিক্ষক বদলিতে এক থেকে দুই লাখ টাকা লেনদেনে মাউশির কর্মকর্তা-কর্মচারীরা জড়িত থাকার অভিযোগও প্রতিবেদনে এসেছে।
এসএ//এমএইচ