পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানী সানলাইফ ইন্স্যুরেন্সের। গত এক মাস ধরে এক টানা বৃদ্ধি পেয়েছে সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দাম। প্রায় এক মাস ধরে একটানা এ দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
এর প্রেক্ষিতে ৬মে বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পক্ষ থেকে বিনিয়োগকারীদের সতর্ক করেন। তারা বিনেয়োগকারীদের বলেন কোনো যৌক্তিক কারন ছাড়াই অস্বাভাবিক ভাবে বেড়েছে সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দাম।
সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানাতে চেয়ে ডিএসই ৫ মে কোম্পানিটিকে নোটিশ পাঠায়। জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে তার জন্য কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।
গত ৪ এপ্রিল সানলাইফ ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ার দাম ছিল ১৯ টাকা। যা টানা বেড়ে ৫ মে লেনদেন শেষে দাঁড়ায় ২৮ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ এক মাসের মধ্যে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৯ টাকা ৬০ পয়সা।