দেশের প্রধান দুটি শেয়ার বাজার ঢাকা স্কট এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন শুরু হয়েছে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে। সেই সাথে বেড়েছে লেনদেনের পরিমান।
সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার (২ জুন) লেনদেন শুরুর আধাঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায়মধ্যে লেনদেন হয়েছে ৩১৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
ই সময়ে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কম্পানির শেয়ারের দর।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কম্পানি হলো গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, বিডি ফাইন্যান্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, ডাচবাংলা ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল ও প্রগতি লাইফ।
এদিকে, লেনদেন শুরুর আধাঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৬৩ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৪৩৯ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ে ৫২টি কম্পানির দাম বেড়েছে, কমেছে ৩২টি কম্পানির দর। আর ১২টি কম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।