||বঙ্গকথন প্রতিবেদন||
শিক্ষার্থীদের পদচারনায় দেড় বছর পর মুখরিত হয়েছে বগুড়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। নতুন রুটিন আর নতুন পরিবেশে চিরচেনা বিদ্যাপীঠে ফিরেছে শিক্ষার্থীরা।

রোববার সকাল থেকে সব প্রতিষ্ঠানে তাপমাত্রা মেপে আর স্বাস্থ্যবিধি নিশ্চিত করে প্রবেশ করানো হয়েছে শিক্ষার্থীদের। শ্রেণিকক্ষগুলোতেও সামাজিক দূরত্ব বজায়ের চেষ্টা দেখা গেছে সব প্রতিষ্ঠানেই। করোনা মহামারির কারণে দীর্ঘসময় পর স্কুল-কলেজে ফিরতে পারায় উচ্ছ্বাস দেখা গেছে শিক্ষার্থীদের চোখে-মুখে।
করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি মাথা রেখে গত বছরের ১৮ মার্চ থেকে বন্ধ ছিলো দেশের প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান। কয়েক দফা খোলার পরিকল্পনা থাকলেও করোনা সংক্রম নিয়ন্ত্রিত অবস্থায় না আসায় তা সম্ভব হয় নি। শেষপর্যন্ত গত ৫ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেয় সরকার।
এমএইচ//