||উপজেলা প্রতিবেদক, শাজাহানপুর (বগুড়া)||
ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে বগুড়ায় ট্রাকচাপায় রাজকুমার দেবনাথ রিপন (৩৬) নামের এক পোষাক কর্মী প্রাণ হারিয়েছেন। মোটরসাইকেলযোগে বগুড়া থেকে ঢাকায় যাচ্ছিলেন তিনি। শুক্রবার সকালে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি।
শেরপুর হাইওয়ে থানা জানায়া, সকাল ৭টার দিকে শাজাহানপুরের মাঝিড়া এলাকায় বেপরোয়া একটি ট্রাক মোটরসাইকেল চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান রিপন। তার বাড়ি আদমদীঘি উপজেলার শাজাহানপুরে। ঢাকার মহাখালি এলাকার একটি পোশাক কারখানায় সুইং অপারেটরের কাজ করতেন তিনি।