||বঙ্গকথন প্রতিবেদন||
বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের জঙ্গলপাড়া এলাকা থেকে এক রাজমিস্ত্রীর ঝুলন্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ( ১৩ অক্টোবর) শহীদ হোসেনের (৩৬) মরদেহ তার ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়।
শাখারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল হুদা উজ্জল জানান, মাস তিনেক আগে শহীদ হোসেন স্ত্রী-সন্তান নিয়ে জঙ্গলপাড়া এলাকার আবু সাঈদের বাড়ি ভাড়া নেন। শহীদের বাড়ি গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নে। কয়েকদিন আগে তার স্ত্রী-সন্তান গ্রামের বাড়িতে যায়। বুধবার বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে গ্রামের লোকজন দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে শহীদের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায় নি।
এসএ//এমএইচ