||বিদেশ-বিভূঁই প্রতিবেদন||
লিবিয়া উপকূল সাগরে নৌকা-ডুবে ৭৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১৫ জনকে।
২০ নভেম্বর এক বিবৃতিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, গেল সপ্তাহের শেষদিকে লিবীয় উপকূলে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে অনুপ্রবেশের সময় সাগরে নৌকা-ডুবে এই প্রাণহানি ঘটেছে। যাদের উদ্ধার করা হয়েছে, তাদেরকে লিবিয়ার জুওয়ারা বন্দরে নেয়া হয়েছে। সাগরের মৎস্যজীবীরা তাদের উদ্ধার করেছেন।
শনিবার ভূমধ্যসাগর থেকে শিশুসহ ৪২০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। দেশটির উপকূলরক্ষীরা বলছেন, সিসিলির দক্ষিণাঞ্চলের ছোট্ট দ্বীপ লাম্পাডুসায় মোটরবোটে ৭০ জনকে নিরাপদে আনা হয়েছে।
এরইমধ্যে উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ—বিশেষ করে লিবিয়া ও তিউনিসিয়া উপকূল থেকে উন্নত জীবনের প্রত্যাশায় ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাতে থেমে নেই অভিবাসনপ্রত্যাশীদের যাত্রা। কেবল চলতি বছরে এ পর্যন্ত ইতালি ও মাল্টা উপকূলের ভূমধ্যসাগরে নৌকাডুবিতে এক হাজার ৩০০ জনেরও বেশি নারী-পুরুষ ও শিশুর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে অনেক বাংলাদেশীও রয়েছেন।
এসএ//এফএস