||বঙ্গকথন প্রতিবেদক||
বগুড়া শহরের বাদুরতলা তিব্বতের মোড় এলাকার চার তলা বাড়ির বারান্দা থেকে পড়ে গিয়ে রেহেনা বেওয়া (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় হাত থেকে লাঠি পড়ে গেলে সেটি খোঁজার সময় ঝুঁকতে গিয়ে ওপর থেকে মাটিতে পড়ে করুণ মৃত্যু হয় তার।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, নিহত নারী গাইবান্ধা জেলার সাঘাটা থানার জুমারবাড়ী এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী। তিনি বগুড়া শহরের তিব্বতের মোড় এলাকায় তার ছেলে পুলিশ সদস্য রায়হানের পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। শনিবার বিকেলে রেহেনা বেওয়া চারতলার বারান্দায় দাঁড়িয়েছিলেন। হঠাৎ হাত থেকে তার লাঠি নিচে পড়ে গেলে তিনি খানিকটা ঝুঁকে সেটি খোঁজার চেষ্টা করছিলেন। এসময় অসাবধানবশত নিচে পড়ে যান ওই নারী। ঘটনার সময় বাসায় কেউ ছিলো না। পরে প্রতিবেশীদের দেয়া খবরে পাশের দোকানে যাওয়া তার নাতি মিনহাজ তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানকার চিকিৎসকরা রেহেনা বেওয়াকে মৃত ঘোষণা করেন।
এমএইচ//