।।জেলা প্রতিবেদক রাজশাহী।।
সারাদেশে ৫ এপ্রিল থেকে লকডাউন শুরু হচ্ছে। এ লকডাউনের কারণে শনিবার ৩ এপ্রিল থেকেই রাজশাহী ছাড়তে শুরু করেছে মানুষ। রোববার ৪ এপ্রিল সরেজমিনে ঘুরে দেখা গেছে, লকডাউনে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় সব জায়গায়। তবে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। নগরীর রেলগেটে সিএনজি স্ট্যান্ডে দুপুরে দেখা গেছে, বাস স্টপগুলোতে যাত্রীদের বাড়তি চাপ। রাজশাহী-নওগাঁসহ অন্যান্য জেলা ও আন্তঃজেলা রুটের অধিকাংশ বাস রেলগেট থেকে ছেড়ে গেছে। এছাড়াও এখানে রয়েছে সিএনজি স্ট্যান্ড। সেখানে কাউকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। শুধুমাত্র ট্রাফিক নির্দেশনা ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত কোনো তৎপরতাই চোখে পড়েনি।
বাস স্ট্যান্ডগুলোতে বাড়তি চাপ, অতিরিক্ত ভাড়া আদায় ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিষয়ে রাজশাহীর অতরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক বলেন, ‘গত বছরের লকডাউনে মানুষ যতটা সচেতন ছিল, এবার সেই সচেতনতা মানুষের মাঝে দেখা যাচ্ছে না। তবুও জেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে যতটা সম্ভব সচেতন করার চেষ্টা করছি। আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে আইন প্রয়োগ করছি। এমনকি নিয়মিত ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করছি’।
এসএফ