|| বঙ্গকথন প্রতিবেদন ||
রাজধানীর স্বামীবাগের একটি বাড়িতে অভিযান চালিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে এমন সন্দেহে পাঁচজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। বৃহস্পতিবার রাতেও ওই বাড়িতে র্যাবের অভিযান চলেছে।
এর আগে সন্ধ্যায় র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বিকেল থেকে স্বামীবাগের ৫৯ নম্বর মিতালী স্কুল গলির একটি বাড়ি ঘিরে রাখে র্যাব-৩। এর কিছুক্ষণ পর ওই বাসায় অভিযান পরিচালনা করে পাঁচজনকে আটক করা হয়। সন্দেহ করা হচ্ছে, তারা ওই বাড়িতে বসে রাষ্ট্রবিরোধী কোনো পরিকল্পনা আঁটছিলো। জিজ্ঞাসাবাদ শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন খন্দকার মঈন।
জেটি//এমএইচ