||বিদেশ-বিভূঁই প্রতিবেদন||
রাশিয়ায় কেমেরোভো অঞ্চলের কয়লা খনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৫২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, স্থানীয় সময় ২৫ নভেম্বর রাশিয়ার সাইবেরিয়ার বেলোভো শহরের কাছে লিস্টভ্যাজনয়া কয়লা খনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আটকে পড়া শ্রমিকদের উদ্ধার কাজ ব্যহত হওয়ায় বাড়তে থাকে নিহতের সংখ্যা। জরুরি সেবা বিভাগের এক সূত্র বলছে, আটকে পড়াদের মধ্যে ‘কেউ হয়তো আর বেঁচে নেই’।
কেমেরোভো অঞ্চলের গভর্নর বলেন, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ২৮৫ জন শ্রমিক ছিল। উদ্ধারের পর ৪৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ আরো ৫০ জনের নিহত হওয়ার খবর পাওয়া যায়। তাদের মধ্যে ছয়জন উদ্ধারকর্মীও রয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, শ্রমিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে কয়লা খনির পরিচালককে আটক করা হয়েছে।
খনিতে বিপজ্জনক মিথেন গ্যাসের উপস্থিতি এবং তা যেকোনো মুহূর্তে বিস্ফোরণের আশংকার কারণে সাময়িকভাবে উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে।
এসএ//আরজে