।। জেলা প্রতিবেদক রাজশাহী।।
রাজশাহীর বাঘা উপজেলা থেকে বিদেশে আম রফতানি শুরু হয়েছে। সেই রফতানিকৃত আমের প্রথম চালানটি যাচ্ছে যুক্তরাজ্যে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা ও ফল গবেষণা ইন্সটিটিউটের পরামর্শে আমের উৎপাদন, বিপণন ও প্যাকেজিং এর মাধ্যমে উন্নত জাতের খিরসাপাত আম যুক্তরাজ্যে পাঠানো হচ্ছে। শনিবার ২৯ মে সকালে কনট্রাক্ট ফার্মা অ্যাসোসিয়েশনের সভাপতি আম ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, ‘শুক্রবার ২৮ মে বিকেল সাড়ে ৫টায় তিন টন খিরসাপাত আমের প্রথম চালান চারঘাটের পাকুড়িয়া থেকে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার ঢাকার শ্যামপুরে সেন্ট্রাল প্যাকেজিং হাউজ আম গুলোকে যাচাই-বাছাই করে ক্লিয়ারেন্স দিবে। এরপর ফুড অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমের প্রথম চালান যুক্তরাজ্যে পৌঁছাবে’।
বিদেশে আম রফতানির বিষয়ে শফিকুল বলেন, ‘রাজশাহীর আম যাচ্ছে বিদেশে। এর চেয়ে আনন্দের আর কী আছে? করোনার কারণে গত মৌসুমে আম পাঠানো সম্ভব হয়নি। এবছর চাষিরা বিদেশ আম পাঠাতে পারছেন। এতে দেশের অর্থনীতিতে আমরা ভূমিকা রাখতে পারব।’উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, আম রফতানির জন্য উপজেলার ২০ জন চাষিকে প্রশিক্ষণের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে। উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে বাগানে উৎপাদিত ও ক্ষতিকর রাসায়নিকমুক্ত আম ঢাকায় বিএসটিআই ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এরপর রফতানি করা হয়।
এসএফ