।।জেলা প্রতিবেদক রাজশাহী।।
রাজশাহী বিভাগ জুড়ে মহামারি করোনায় আরও ৫ জন প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘণ্টায় বগুড়ায় তিনজন, রাজশাহীতে একজন এবং সিরাজগঞ্জে একজনের প্রাণ গেছে। এ নিয়ে বিভাগে করোনায় প্রাণহানি দাঁড়াল ৫৩৮ জনে।
বৃহস্পতিবার ২৭ মে দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাসিমা আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে ১৪০ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এই দিন সর্বোচ্চ ৮০ জনের করোনা ধরা পড়েছে রাজশাহীতে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ২৪, পাবনায় ১৮, নওগাঁয় ১৭, বগুড়ায় ৭, জয়পুরহাটে তিন এবং সিরাজগঞ্জে একজনের করোনা শনাক্ত হয়েছে। গত এক দিনে নাটোরে করোনা সংক্রমণ শনাক্তের খবর নেই।
এসএফ