রাজশাহীর নিরাপদ আবাসন কেন্দ্রে নারীর মৃত্যু

0 295

।।জেলা  প্রতিবেদক রাজশাহী।।

রাজশাহীতে নারী ও শিশু-কিশোর হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্রে জুলেখা খাতুন (৫৫) নামে এক নারী মারা গেছেন। মঙ্গলবার ৪ মে রাত ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস। তিনি বলেন, এই নারীকে মঙ্গলবার রাত ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার আগে তাকে অচেনত অবস্থায় হাসপাতালে পাঠায় সেফহোম কর্তৃপক্ষ। তার মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। নারী ও শিশু-কিশোর হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্রের পরিচালক লাইজু রাজ্জাক জানান, ২০১১ সাল থেকে আবাসন কেন্দ্রে বসবাস করছেন ওই নারী। তিনি নিজের নাম জানাতে পারলেও স্মৃতিশক্তি হারানোর কারণে পরিচয় জানাতে পারেননি। এরপর থেকেই তিনি আবাসন কেন্দ্রে ছিলেন। মঙ্গলবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগেও জুলেখা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এসএফ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More