||বঙ্গকথন প্রতিবেদন||
রাজধানীর ওয়ারী এলাকায় বহুতল একটি ভবন থেকে ছুড়ে ফেলা নবজাতকটি মারা গেছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
নবজাতকের মৃত্যুর খবর নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নবজাতকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ওই নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
নবজাতককে উদ্ধারকারীদের একজন অপূর্ব রবি দাস বলেন, ওয়ারীর হেয়ার স্ট্রিটের নাভানা টাওয়ারের পাশের গলিতে শুক্রবার রাত ১১টার দিকে হঠাৎ করে ভারি কিছু পড়ার শব্দ পান। শব্দ শুনে আশপাশের লোকজন জড়ো হন। সেখানে গিয়ে তাঁরা নবজাতকটিকে দেখতে পান। অভিভাবক না আসায় স্থানীয় লোকজনের পরামর্শে নবজাতককে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, সেখানে অনেক বিল্ডিং থাকায় কোন ভবন থেকে ফেলেছে সেটা এখনো জানা যায়নি। কারণ পেছনের দিকে কোন সিসি ক্যামেরা নেই। তবুও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
এসএ//এফএস