|| বঙ্গকথন প্রতিবেদন ||
রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটি শপিংমলের চারতলার দুটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। তার মধ্যে একটি দোকান থেকেই ৪৫০ ভরি স্বর্ণ ও নগদ সাড়ে ৭ লাখ টাকা চুরি হয়েছে। এদিকে অন্য দোকান থেকে এখন পর্যন্ত চুরির হিসাব চলছে।
শনিবার ভোরে এই চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া দোকান দুটি হলো- বেস্ট অ্যান্ড বেস্ট জুয়েল অ্যাভিনিউ জুয়েলার্স ও মোহনা জুয়েলার্স।
রমনা থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম চুরির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার দিনগত রাতে দোকান বন্ধ করে চলে যান প্রতিষ্ঠানের কর্মীরা। সকালে এসে দোকান খুলে তারা চুরির বিষয়টি টের পান। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য বিষয় সংগ্রহের চেষ্টা করছি। এ ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আলামত সংগ্রহ করেছে।
জেটি//এফএস