রমজানে কেমন হবে কর্মজীবী নারীর প্রস্তুতি

0 455

।।যাপিত জীবন প্রতিবেদন।।

আরবী মাসগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র মাস রমজান। বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমদের জন্য উৎসবের মাস হিসেবে ধরা হয় রমজানকে। আর রমজান মাসে সবচেয়ে বেশি ব্যস্ত সময় পার করে নারীরা। রোজা, প্রার্থনী,কুরআন তেলোয়াত,প্রার্থনা , সবার জন্য মজাদার ইফতারের পাশাপাশি রোজকারের রান্না সবই একজন নারীকে করতে হয়। গৃহিণী হোক আর কর্মজীবী নারী হোক সবার কাজের চাপ অনেক বেশি বেড়ে যায় রমজান মাসে। তবে কর্মজীবী নারীর জন্য রমজান মাস অনেকটা চ্যালেঞ্জের মত হয়ে দাঁড়ায়। সবকিছু সমন্বয় করে কঠিন হয়ে দাঁড়ায়। অফিস ও গৃহাস্থলির কাজ করে রমজানে সময় অনুযায়ী চলা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে কিছু বিষয় মেনে চললে রমজান অনেকটা সহজ হতে পারে একজন নারী বা একজন কর্মজীবী নারীর জন্য। আপনার কাজের পরিধি, কাজের ক্ষমতা অনুযায়ী পরিকল্পনা করুন। কখনো বেশি উচ্চাকাঙ্খা করবেন না। আপনি আপনার দায়িত্ব অনুযায়ী পরিকল্পনা মাফিক এগিয়ে যান।

সহজ করে করা:

ইফতারে প্রতিদিন একাধিক মুখরোচক খাবার আয়োজনের কোন দরকার নেই। কেবল পুষ্টিকর খাবার ও প্রয়োজনীয় সব উপাদান রয়েছে কি না তা নিশ্চিত করুন।

প্রস্তুত রাখা:

রোজার আগেই সব রেডি করে রাখুন এতে করে কাজ অনেক সহজ হয়ে যাবে। প্রথমত পেঁয়াজ, রসুন কেটে রাখুন। প্রয়োজনীয় মশলা করে রাখনু, সেই সঙ্গে মাছ, মাংস কেটে ধুয়ে রাখুন। শরবত আগে থেকে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন।

জিনিস গুছিয়ে রাখুন:

রমজান মাসে প্রয়োজনীয় জিনিস যেনো হাতের কাছে পাওয়া যায় তাই সবকিছু জায়গামত সুন্দর করে গুছিয়ে রাখুন।

পরিকল্পনা করা:

সকাল থেকে নোট করে নিন কী কী করতে হবে আর সেই অনুযায়ী কাজ করুন। যে কাজগুলো বেশি জরুরি সেগুলো আগে করুন যেগুলো কম জরুরি সেগুলো সময় পেলে পরে করুন।

বাইরে বের হওয়া এড়িয়ে চলুন:

এখন করোনার সময় তাই খুব দরকার না পড়লে বাড়িতে থাকার চেষ্টা করুন। তবে অফিস থাকলে বাইরে বের হতেই হবে। আত্মীয় বা বন্ধুদের সাথে দেখা সাক্ষাতের প্রয়োজন হলে তাদেরকে বাড়িতে ডাকুন। সবাই মিলে ইফতার করুন। সেক্ষেত্রে আপনার কাজের সুবিধার্থে একজন সাহায্যকারী রাখুন আপনার সাথে।

বিশ্রাম:

এত সব কাজের মধ্যে অবশ্যই বিশ্রামের জন্য সময় রাখুন। কারণ একটানা কাজ করতে যেয়ে শরীর ক্লান্ত হলে পরে আর কিছুই করতে ভালো লাগবেনা।

স্বাস্থ্যকর খাবার:

সেহেরি ও ইফতারে স্বাস্থ্যকর খাবার খান। ফাস্ট ফুড এড়িয়ে চলুন।

প্রার্থনা:

রমজানের মূল উদ্দেশ্য প্রার্থনা। সারাদিনের সব কাজের অযুহাতে কখনোই নামাজ বাদ দেওয়া যাবে না। সেই সাথে আপনি কোরআন তেলোয়াত, জিকির করুন পবিত্র এই মাসে।

এসএফ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More