|| বঙ্গকথন প্রতিবেদন ||
রংপুর মেডিকেলে অগ্নিকান্ডের ঘটনায় ৭নং ওয়ার্ডের সব বেড পুড়ে গেছে।
সোমবার সকাল ১০টার পর হাসপাতালের মূল ভবনের ২য় তলার ৭ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহতও হয়েছে। ঘণ্টা খানিকের চেষ্টায় ফায়ার সার্ভিসের আরো ছয়টি ইউনিট আগুন নেভালেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এ সময় পুরো হাসপাতাল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
রংপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রশীদ জানান, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসে খবর দেই। পরে হাসপাতালে এসে রোগী ও তাদের স্বজনদের নিরাপদে বের হতে সহায়তা করি।
রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ পরিচালক সালেহ উদ্দীন জানান, আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি। আগুন নেভাতে গিয়ে একজন ফায়ার সার্ভিসের কর্মি আহত হয়েছেন। তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
এদিকে হাসপাতালের এক কর্মী জানান, ওই ওয়ার্ডের মানসিক রোগ বিভাগের একজন রোগীর জন্য ইলেকট্রিক হিটারে পানি গরমের সময় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন ধরে।
তবে হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করীম হাসপাতালে হিটার ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন। তবে ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।
জেটি//এফএস